অতিরিক্ত বেশি মুখ ধোয়ার কারণে আমাদের ত্বকে প্রাকৃতিকভাবেই তেল তৈরি হয়ে যায়, যা আমাদের ত্বককে তৈলাক্ত করে তোলে
যদি মোয়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে ত্বক শুকিয়ে যায় আর সেই কারণে ত্বক থেকে সেবাম বেরিয়ে এসে তৈলাক্ত করে দেয়
গবেষণা থেকে জানা গেছে যে ত্বককে বেশি ঘষলে, ত্বক থেকে তেল উৎপন্ন হয়
বেশি পরিমাণে টোনার ব্যবহার করার কারণে ত্বক জ্বালা করতে পারে, আর সেই জ্বালা থেকেই ত্বক ধীরে ধীরে তৈলাক্ত হয়ে ওঠে
অতিরিক্ত চিন্তার কারণে আমাদের শরীর অনেক বেশি পরিমাণে করিটোসল উৎপাদন করে, যা ত্বককে তৈলাক্ত করে তোলে