এই ভুলের জন্যই চুল হয়ে যাচ্ছে ঝাড়ু মতন!
ভেজা চুলে কখনও চিরুনি বা ব্রাশ দেবেন না। কারণ চুল ভেজা থাকলে চুল সহজেই ভেঙে যায়। গোড়া থেকে উঠে আসে।
শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনারের কারণে চুলের আগা ফাটা কমে। চুল থাকে চকচকে ও মসৃণ।
চুল ভেজা থাকলে তোয়ালে নয়, পুরনো সুতির কাপড় দিয়ে চুল আলতো করে মুড়ে নিন।
ঘন ঘন ব্লো-ড্রাই করবেন না। ভেজা চুলে কখনও ড্রায়ার ব্যবহার করবেন না।
স্টাইলের জন্য বার বার হেয়ার জেল ব্যবহার করবেন না। শ্যাম্পু ও কন্ডিশনিং চুলের একমাত্র সঠিক পদক্ষেপ।