মা-ঠাকুমারা চুলের যত্নে ব্যবহার করতেন জবা ফুল, জবা গাছের পাতা ইত্যাদি।

আজও আয়ুর্বেদে চুলের যত্ন নেওয়া হয় জবা গাছের পাতা, ফুল দিয়ে।

জবা গাছের পাতা ও ফুলের মধ্যে রয়েছে ভিটামিন সি, যা মজবুত চুল গঠনে সাহায্য করে।

জবা গাছের গুণে আপনি চুল পড়া, খুশকি, রুক্ষ চুলের সমস্যা সব দূর করে দিতে পারবেন।

মা-ঠাকুমারা ঠিক যে ভাবে জবা গাছের পাতা ও ফুলকে ব্যবহার করতেন, আপনিও সেই টোটকা ট্রাই করুন।

জবা গাছের পাতা ও ফুল দিয়ে আপনি মা-ঠাকুমার স্টাইলে বানিয়ে নিন চুলের তেল।

৫-৬টি জবা পাতা ও ১০-১২টি জবা ফুল একসঙ্গে ভাল করে বেটে নিন।

নারকেল তেলের সঙ্গে জবা গাছের পাতা ও ফুলের পেস্ট ভাল করে ফুটিয়ে নিন।

এই হেয়াল অয়েল আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এতে চুলের সমস্যা ধীরে-ধীরে কমে যাবে।