চুলের জন্য লেবুর রস খুবই উপকারী। এতে বজায় থাকে চুলের স্বাস্থ্য

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন উত্‍পাদনে সাহায্য করে ও চুলের বৃদ্ধি করে

চুলে আটকে থাকা ধুলোবালি দূর করতেও কাজে লাগে লেবুর রস। এতে চুলও ভাল থাকে

লেবুতে প্রাকৃতিক ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকিকে নিয়ন্ত্রণে রাখতে পারে

শ্যাম্পু করার ১ ঘন্টা আগে অ্যালোভেরা জেল আর লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এরপর ভাল করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন