মানুষের ভুল ধারণা যে, চুলে রোজ তেল দিলেই চুল পড়া কমে যাবে।
অতিরিক্ত পরিমাণে তেল মালিশ করার কারণে চুল পড়তেও পারে।
তেল মালিশ করার বেশ কিছু ভুলের কারণেই চুল পড়ার সমস্যা বাড়ে।
বেশি তেল নেবেন না। চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী তেল নিন।
খুব বেশি চাপ দিয়ে তেল মালিশ করবেন না। এতে গোড়া আলগা হয়ে যায়।
আগের দিন তেল মেখে পরদিন শ্যাম্পু করার প্রয়োজন পড়ে না।
তেল মাখার ৩০-৬০ মিনিট পরই আপনি শ্যাম্পু করে নিতে পারেন।