'হার্দিক কি দুলহানিয়া'-র থেকে চোখ ফেরানো দায়...
দ্বিতীয় বার বিয়ে করেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
হার্দিকের পাত্রী যদিও বদলায়নি। নাতাশা স্তানকোভিচের সঙ্গেই দ্বিতীয় বার সাত জন্ম একসঙ্গে থাকার শপথ নিয়েছেন হার্দিক
২০২০ সালে আইনি বিয়ে করেছিলেন হার্দিক-নাতাশা
এ বার হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিয়ে করলেন হার্দিক-নাতাশা
হিন্দু মতে বিয়ের সময় নাতাশা বেছে নিয়েছিলেন লাল রংয়ের শাড়ি
লাল শাড়িতে হার্দিকের বিদেশি বউকে দারুণ দেখতে লেগেছে
মালাবদলের অনুষ্ঠানের জন্য হার্দিক ক্রিম রঙের এমব্রয়ডারি করা শেরওয়ানি পরেছিলেন
ওই সময় নাতাশা পরেছিলেন একটি লাল ওড়নাসহ ভারী এমব্রয়ডারি করা সোনালি রংয়ের লেহেঙ্গা
খ্রিস্টান রীতিতে বিয়ের দিন থাই স্লিট সাদা গাউন পরেছিলেন নাতাশা। হার্দিক বেছে নিয়েছিলেন টাক্সিডো
বাবা-মায়ের বিয়েতে ছোট্ট অগস্ত্যও উপস্থিত ছিল