হিন্দুদের কাছে অন্যতম পবিত্রভূমি হল হরিদ্বার।
কিংবদন্তি অনুযায়ী, এই পবিত্রস্থানে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে মর্ত্যে আগমন ঘটেছিল।
হরিদ্বারকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপুরী নামে পরিচিত সাতটি পবিত্রতম স্থানের অন্যতম একটি।
সমুদ্রমন্থন অনুসারে, উজ্জয়িনী,নাশিক ও প্রয়াগরাজ, হরিদ্বার এই চারটি স্থানের মধ্যে একটি অমৃতের বিন্দু পড়েছিল।
কিংবদন্তিতে আছে যে মহাজাগতিক পাখি গরুড় অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়িয়ে পড়েছিল।
প্রতি ১২ বছরে একবার হরিদ্বারে পালিত হয়।
কপিলস্থান, গঙ্গাদ্বার এবং মায়াপুরী নামে বলা হয়েছে।
হর কি পৌরি হল হরিদ্বারের সবচেয়ে পবিত্র ঘাট হিসাবে বিবেচিত হয়।
এই শহরটির প্রাচীন নাম গঙ্গাদ্বার।