যুগ বদলেছে, বদলে গিয়েছে ছবি তোলার কায়দাও

এখন লোক সেলফি তোলে, দেয় সোশ্যাল মিডিয়ায়

কার সেলফি কত নিখুঁত সে নিয়ে আলোচনাও চলে বিস্তর

তবে সেলফি তোলায় পারদর্শী কে এই প্রশ্ন করা হলে নাম আসবে কার?

নিঃসন্দেহে অনন্যা  পাণ্ডের

সেলফি তোলায় তাঁর যেন জুড়ি নেই

মিরর সেলফি থেকে সাধারণ-- অনন্যার অপর নাম সেলফি কুইন দেওয়াই যায়