আমাদের দেশে খুবই জনপ্রিয় শস্য হল ভুট্টা

ভুট্টার মধ্যে প্রয়োজনীয় ক্যালোরির পাশাপাশি পুষ্টিকর উপাদানও থাকে

শরীরে অ্যান্টিকার্নোসিনোজেনিক হিসেবে কাজ করে ভুট্টা সেই সঙ্গে অ্যালঝাইমার্সও প্রতিরোধ করে

ভুট্টার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, কপার ম্যাগনেসিয়াম

হাড়ের স্বাস্থ্য বজায় রাখতেও কাজে আসে ভুট্টা

তেমনই ওজন কমাতেও ভীষণ রকম কার্যকরী হল এই ভুট্টার দানা

বেবি কর্নের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার আর তাই তা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে  কোষ্ঠকাঠিন্য রুখে দিতে এই ভুট্টার জুড়ি মেলা ভার