ভারতীয় রান্নায় খাবারে স্বাদ বাড়াতে কারি পাতা ব্যবহার করা হয়।

এই কারি পাতার স্বাস্থ্য উপকারিতাও রয়েছে অনেক।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি কারি পাতা খেতে পারেন।

পেটের সমস্যা থাকলেও আপনি কারি পাতা খেতে পারেন।

কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতেও কারি পাতা ভীষণ উপকারী।

এমনকী ওজন কমানোর ক্ষেত্রেও এই পাতার জুড়ি মেলা ভার।

গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কমাতে আপনি কারি পাতার সাহায্য নিতে পারেন।