ওজন কমাতে সাহায্য করে এলাচ ভেজানো জল।

এলাচ ভেজানো জল পান করলে নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ।

এই জল পান করলে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।

দাঁতের যে কোনও ধরনের সংক্রমণকে রোধ করে এলাচ ভেজানো জল।

এলাচ ভেজানো জলে টানটান থাকে ত্বকও।