আগেকার দিনে মাটির কলসিতে রেখে জল পান করা হত
এখনও সুস্থ থাকতে মাটির কলসি ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কেন জানেন?
মাটির কলসিতে জল পান করলে কমে হিট স্ট্রোকের ঝুঁকি
হজমে সাহায্য করে এই কলসির জল
মাটির কলসির জল মেটাবলিজমের হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে
এই জল গলায় সংক্রমণের হার কমায়
এছাড়া গ্যাস-অম্বলের সমস্য়া দূর হয় মাটির কলসির জল খেলে