গ্রীষ্মকাল এলেই বাজারে দেখা মেলে কুদরি বা তরুলির।

ভিটামিন বি, আয়রন, ফাইবার, ক্যালশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর এই সবজি।

এই গরমে কুদরির তরকারি খেলে নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা।

যদি ওজন কমাতে চান, তাহলেও খেতে পারেন এই তরুলির তৈরি পদ।

আয়রনে সমৃদ্ধ হওয়ায় মহিলাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী কুদরি।

কুদরি খেলে আপনার দেহের সমস্ত ক্লান্তি ও দুর্বলতা কমে যাবে।

বিভিন্ন ধরনের রোগের হাত থেকেও মুক্তি এই আনাজ। তাই কুদরিকে ডায়েটে রাখতে ভুলবেন না।