মাছ মানেই বাঙালির বড় প্রিয় জিনিস
তবে মাছের ল্যাজা না মাথা খাবেন তা স্থির করে উঠতে পারেন না অনেকেই
মাছ মানেই পুষ্টির ভাণ্ডার
কিন্তু জানেন কি মাছের মাছায় লুকিয়ে বাড়তি পুষ্টি
মাছের মাথায় থাকে ভিটামিন এ ও রেটিনল
যা রাতকানা রোগের সঙ্গে লড়াই করে
এছাড়াও মাছের মাথা বিষন্নতা বা হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের ঝুঁকি কমায়
এতে ওমেগা থ্রি রয়েছে যা হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি