ফুচকা খেতে ভালবাসেন কমবেশি অনেকেই

 তবে বেশিরবাগ মানুষই মনে করেন ফুচকা শরীরের পক্ষে ক্ষতিকর

 তবে জানেন কি ফুচকাও শরীরে পক্ষে ভাল?

ফুচকার জলে ব্য়বহৃত তেঁতুল কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়

ফুচকায় ব্যবহার করা মশলা হজমে সাহায্য় করে

ফুচকার আলু মাখায় থাকে মটর। যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়

ফুচকায় ভিটামিন C, আয়রন ও ক্যালসিয়াম রয়েছে

ফুচকার জলে ব্যবহৃত পুদিনা পাতা হাঁপানি ও আর্থারাইটিসের সমস্যা কমায়