ফোন ভিজলে কী করবেন আর কী করবেন না?
07 September 2023
বর্ষাকালে রাস্তায় বেরিয়ে বৃষ্টিতে সাধের মোবাইলটি ভিজে গিয়েছে? কী করবেন বুঝতে পারছেন না?
বর্ষা এলেই এই সমস্যায় ভুগতে হয় অনেককেই। ফোনটি ব্যাগে ঢোকানোর আগেই বৃষ্টির জল লেগে যায় ফোনে।
আর তখনই অনেকে ভয় পেয়ে গিয়ে কী করবেন বুঝতে পারেন না। এবার আপনাকে সেই সমস্যার সমাধান দেওয়া হবে।
শুধু বৃষ্টিতেই নয়, যদি কখনও জলে ফোন পড়ে যায়। তাহলে সঙ্গে সঙ্গে কী করবেন জেনে নিন।
মোবাইলটি সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিন। আর কোনওভাবেই চার্জে বসাবেন না।
ফোনের কভারটিও খুলে ফেলতে হবে। তারপরে ফোনটিকে হাতের কাছে থাকা একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
ফোনে থাকা সিম কার্ড ও ব্যাটারি খুলে নিন। তবে এখন অনেক ফোনেরই ব্যাটারি খোলা যায় না। তাই চিন্তা করতে হবে না।
এবার টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এতে ভিতরে থাকা জল টেনে নেবে টিস্যু পেপার। ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। এতে গরম থাকবে।
আপনি চাইলে সারা রাত চালের বালতির মধ্যেও রাখতে পারেন। তবে পুরোপুরি না শোকালে ফোন চালু করবেন না।
আরও পড়ুন