16 JAN 2025

মহাকুম্ভে এসে প্রাণ হারাচ্ছেন একের পর এক পুণ্যার্থী! কী ঘটছে ত্রিবেণী সঙ্গমে?

credit: PTI

TV9 Bangla

পুণ্য লাভের লোভে প্রতিদিন লাখ লাখ ভক্ত ছুটে আসছেন কনকনে ঠান্ডার মধ্যেও গঙ্গা স্নান করতে। পুণ্যার্থীদের মধ্যে আসছেন ৮ থেকে ৮০ প্রায় সকলেই।

এদিকে এই কারণেই বাড়ছে বিপত্তিও। একেই চরম ঠান্ডা তার উপর আবার গঙ্গার হিম শীতল জল। দুইয়ে মিলিয়েই স্নান করতে গিয়ে মৃত্যুকে ডেকে আনছেন অনেকেই।

তথ্য বলছে ইতিমধ্যে মহাকুম্ভ মেলায় মৃত্যু হয়েছে ৬ জন ভক্তের। ৩ জন স্নান করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের এনসিপি নেতা এবং সোলাপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রাক্তন মেয়র মহেশ কোঠে। আরও অনেকেই অজ্ঞান হয়ে পড়লেও পড়ে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু কেন এমন হচ্ছে?

চিকিৎসকরা বলছেন প্রবল ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রার প্রবল তারতম্য দেখা যাচ্ছে। ফলে অনেকের হার্ট অ্যাটাক হচ্ছে।

কুম্ভমেলা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মনোজ কৌশিক বলেন, প্রচণ্ড ঠান্ডা ও দুর্বল শারীরিক অবস্থার কারণে মানুষ হাইপোথার্মিয়ায় আক্রান্ত হচ্ছে।

তিনি জানান, অনেকেই স্নান করে উঠে গায়ে কিছু দেন না। খালি গায়ে জল শুকোতে দেন, ফলে নেমে আসছে আরও বড় বিপদ। গায়ে জল শুকিয়ে আরও বেশি সমস্যা বাড়ছে।

পুণ্য অর্জনের লক্ষে প্রতিসুস্থ থাকতে স্নান করে উঠে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে জল মুছে নেওয়া উচিত। যত দ্রুত সম্ভব গায়ে গরম জামাকাপর দেওয়া উচিত। বিশেষ করে দুর্বল হার্টের রোগীদের আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত।    দিন লাখ লাখ মানুষ ভিড় করছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজে, ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলায়।