20 JUN 2025

কোষ্ঠকাঠিন্য হোক বা গ্যাস, ওষুধ একটাই!

credit:Getty Images

TV9 Bangla

ফেট ফাঁপা বা অম্বল, গ্যাসের সমস্যায় নিয়মিত ভোগেন অনেকেই। আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও ভোগেন অনেকেই। এই সমস্যা মুক্তি পেতে হলে কিন্তু শুধু ওষুধ খেলে হবে না। গ্যাসএন্ট্রোলজিস্টদের মতে এই ক্ষেত্রে উপকারী ৭ ফল।  

কিউই - বিশেষজ্ঞরা জানাচ্ছেন কিউইতে আছে ফাইবার এবং অ্যাক্টিনিডিন নামক একটি হজমকারী এনজাইম। যা হজমে সাহায্য করে। হজমের গতি তরান্বিত হয়। ফলে পেট ফাঁপার সমস্যা কমে।  

ড্রাগন ফ্রুট - ড্রাগন ফ্রুটে আছে প্রিবায়োটিক ফাইবার এবং প্রচুর পরিমাণে জল। যা কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার অস্বস্তি দূর করতে সাহায্য করে।

নাসপাতি - নাসপাতিতে থাকে সোরবিটল নামক একটি প্রাকৃতিক সুগার অ্যালকোহল, যা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। এছাড়াও এতে উচ্চমাত্রায় দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার থাকে, যা মলকে নরম ও সহজে নির্গমনে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের জন্য এই ফল উপকারী।

আপেল - প্রতিদিন একটি আপেল খেলেও কোষ্ঠকাঠিন্য দূরে থাকে। এতে থাকে উচ্চ মাত্রায় ফাইবার। অদ্রবণীয় ফাইবার মলের পরিমাণ বাড়ায় আর দ্রবণীয় ফাইবার মলকে নরম করে।

পেঁপে - পেঁপেতে থাকে পাপেইন নামক একটি হজমকারী এনজাইম। যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। এর ফলে হজমজনিত সমস্যা, যেমন ফাঁপাভাব বা অস্বস্তি কমে, এবং কোষ্ঠকাঠিন্যের উপশম হয়।

শুকনো বরই (Prunes) - এতে থাকে প্রাকৃতিক রেচক উপাদান থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। প্রুন জুস, মাখন ও গরম জল দিয়ে তৈরি একটি ঘরোয়া প্রতিকার, যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে উপযোগী।

বেরি ফল - বেরি কিন্তু এইকাজে অত্যন্ত পারদর্শী। অত্যন্ত কার্যকরী। এগুলিতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। যা কোষ্ঠকাঠিন্য বা ফাঁপাভাব হলে দারুণ উপকারী।