মহিলা নাকি পুরুষ, কারা কানে বেশি শুনতে পায়? গবেষণায় যা সামনে এল...
TV9 Bangla
Credit - Freepik
ছেলে নাকি মেয়ে বুদ্ধির দিক থেকে এগিয়ে কারা? এই প্রশ্ন যখনই ওঠে বিতর্ক চলতে থাকে। এ বার শ্রবণ ক্ষমতার দিক থেকে দেখা হলে উঠে আসছে অন্য তথ্য।
অনেকেই বলে থাকেন যে, পুরুষদের তুলনায় মহিলাদের শ্রবণ ক্ষমতা নাকি বেশি। আসল সত্যিই কী? গবেষণায় উঠে এসেছে বিষয়টা।
পুরুষ ও মহিলা লিঙ্গভেদে শ্রবণ ক্ষমতার বেশ পার্থক্য উঠে এসেছে। সম্প্রতি এ বিষয়ে একখানা গবেষণা প্রকাশিত হয়েছিল সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে।
ওই গবেষণায় উঠে এসেছে যে, বাসস্থান ও স্থান-কাল-বয়স নির্বিশেষে ছেলেদের তুলনায় মেয়েদের শ্রবণ শক্তি অনেকটাই বেশি।
গবেষণাতে উঠে এসেছে, কোনও রকম শব্দ বা যে কোনও ডেসিবেলের শব্দ মহিলাদের কর্ণকুহরে আগে প্রবেশ করে। আসলে মেয়েদের কানের গঠন ছেলেদের কানের গঠনের তুলনায় আলাদা।
সকলের কানের ভেতর থাকে ককলিয়া। ছেলেদের তুলনায় মেয়েদের ককলিয়ার গঠন বেশ আলাদা। তাই শ্রবণ শক্তির দিক থেকে পুরুষদের পিছনে ফেলে দেন মহিলারা।
ছেলে হোক বা মেয়ে কানের আসল কাজ শোনা ঠিকই, কিন্তু শ্রবণ ক্ষমতার দিক থেকে পার্থক্য রয়েছে। এবং দুই কানের কার্যক্ষমতারও বেশ পার্থক্য রয়েছে।
বিজ্ঞানের ব্যাখ্যা কী? মানুষের ডান কান সাধারণত কথা ও ভাষা শোনার জন্য বেশি সক্রিয়। আর বাম দিকের কান গান, সুর ও আবেগময় কথা শোনার ক্ষেত্রে বেশি সক্রিয়।