23 March 2024
রোজ রোজ লিকার চা খাচ্ছেন?
credit: istock
TV9 Bangla
সকালে ঘুম থেকে উঠে এককাপ ধোঁয়া ওঠা চা না হলে ঠিক হয় না। তা যদি হয় লিকার চা তাহলে তো কথাই নেই!
সকালের এই চা-টা না খেলে অনেকেরই ঠিকমতো ঘুম ভাঙে না। তবে প্রতিদিন কি ব্ল্যাক টি খান?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন লিকার চা খাওয়ার উপকারিতা অনেক। চায়ের মধ্যে যে ক্যাফেন থাকে।
আর সেই ক্যাফেন আমাদের হজমে সাহায্য করে। আর হজম ভাল হলেই মেদ ঝরে তাড়াতাড়ি।
যাঁদের গ্যাস, অম্বলের সমস্যা রয়েছে তাঁদের জন্য মহৌষধ এই লিকার চা।
একমুঠো শুকনো মুড়ি আর লিকার চায়ে দিন শুরু করুন। তাতেই ভাল থাকবে শরীর।
যাঁরা নিয়মিত সর্দি কাশির সমস্যায় ভোগেন তাঁদের জন্যেও ভালো। সারা বছর চিনি ছাড়া আদা দিয়ে চা বানিয়ে খান।
এতে গ্যাস-অম্বলের সমস্যা থাকবে দূরে। ওজনও কমবে তাড়াতাড়ি। গলা ব্যথাও হবে না।
আরও পড়ুন