18th June, 2025

ক্যানসার হওয়ার ৩ বছর আগেই জানিয়ে দেবে শরীর, কীভাবে জানুন?

TV9 Bangla

Credit -  Pixabay

মারণ রোগ ক্যানসার। শেষ পর্যায়ে ক্যানসার ধরা পড়লে, তা থেকে বাঁচার উপায় নেই।

ক্যানসারের অনেক চিকিৎসা পদ্ধতিই আবিষ্কার হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তবে কোন পর্যায়ে ক্যানসার ধরা পড়ছে, তার উপরে নির্ভর করছে চিকিৎসা।

তবে যদি ক্য়ানসার হওয়ার আগেই জেনে যান? তাহলে আগেভাগেই চিকিৎসা করাতে পারবেন। প্রাণ বাঁচবে লাখ লাখ মানুষের।

বিজ্ঞানীরা এমনই এক কৌশল আবিষ্কার করেছেন, যাতে ৩৬ মাস আগেই ক্যানসার শনাক্ত করা সম্ভব। এতে ক্যানসার নিরাময়ের সম্ভাবনা আরও বাড়বে।

মেডিক্যাল জার্নাল ক্যানসার ডিসকভারিতে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে , রক্তে উপস্থিত জিনের পরিবর্তন থেকে বোঝা যাবে ক্যানসার হতে পারে কি না।

এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে মাল্টি ক্যানসার আর্লি ডিটেকশন। এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

রক্তে উপস্থিত ডিএনএ, আরএনএ বা প্রোটিন পরীক্ষা করে জানা যাবে, ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি না।

এর বিশেষত্ব হল, একসঙ্গে অনেক ধরনের ক্যানসার শনাক্ত করতে পারে এই পরীক্ষা। যা সাধারণ পরীক্ষায় সম্ভব নয়।