02 January 2024

সারাদিন ফোন ঘাঁটছেন? বাবা-মা হওয়ার স্বাদ থেকে বঞ্চিত হতে পারেন

TV9 Bangla

Credit- Pinterest

মোবাইল ফোন ছাড়া এ যুগে চলা মুশকিল। নিত্যসঙ্গী এই মোবাইল। যা ছাড়া এক মুহূর্ত চলে না মানুষের। এর যেমন সুবিধা রয়েছে তেমনই রয়েছে নানা অসুবিধাও।

কিন্তু এই ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে যে সব স্বাস্থ্য সমস্যা হতে পারে, সে ব্যাপারে সচেতন থাকাও জরুরী। প্রতিরোধ সম্পর্কে সচেতনতা আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে।

 দ্য ইন্টারন্যাশানল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার-এর সিদ্ধান্ত, মোবাইল ফোনের রেডিও-ফ্রিকোয়েন্সি খুবই উচ্চমানের কার্সিনোজেনিক। এই রেডিওশান থেকে ব্রেন ক্যানসার ও চোখের ক্যানসার হওয়ার সম্ভাবনা আছে।

ফোনে একটানা অনেকক্ষণ কথা বলতে অভ্যস্ত যাঁরা, তাঁদের ইনার ইয়ার ড্যামেজ ও ককলিয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হেয়ারিং লস্‌-এর সমস্যা ও হতে পারে।

ইউরোপের ‘বায়োইলেক্ট্রম্যাগনেটিক্স’-এর একদল বিজ্ঞানীরা বলেছেন, বাঁদিকের কানে ফোন ধরে কথা বলতে। ডানদিকের কানে ফোন ধরে কথা বললে মস্তিষ্কে সরাসরি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

 মোবাইল ফোনের বিচ্ছুরণ থেকে মাথায় যন্ত্রণা, মাথা-ঘোরা ছাড়াও ব্রেন টিউমারও হতে পারে। অ্যাকাউস্টিক নিউরোমা, ম্যালিগন্যান্ট গ্লিয়োমা ইত্যাদির সম্ভাবনার কথা ও গবেষক মহলে জোর চর্চা হতে শোনা যায়।

এ ছাড়া মোবাইল ফোন থেকে নিঃসৃত হয় পারফ্লুয়উরো-অকট্যনোইক অ্যাসিড নামক এক ক্ষতিকারক কেমিক্যাল। যা থেকে স্ত্রী জননতন্ত্রের কার্যক্ষমতা ব্যহত হয়।

সন্তানধারণ কালে ফোন ব্যবহার করলে,  ভূমিষ্ঠ সন্তান পরবর্তীতে এডি, এইচডি-র মত বিহেভিয়ার প্রবলেমের শিকার হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যেমন, স্পার্ম কাউন্ট কমে যায়।