06 February 2024

অবাঞ্ছিত আঁচিল দূর করার উপায়

credit: Pinterest

TV9 Bangla

আজকাল অনেকেই আঁচিলের সমস্যায় ভোগেন। গায়ে, মুখে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত আঁচিল দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?

ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া উপায়ে। তাতে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই সহজ উপায়গুলি।

প্রাকৃতিকভাবে আঁচিল দূর করতে দারুণ কার্যকরী পেঁয়াজ। রাতে ঘুমানোর আগে পেঁয়াজ কুচি করে লাগালে উপকার পাবেন।

এক্ষেত্রে পেঁয়াজের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাতে আরও ভালো উপকার পাবেন। সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন এটি।

এ ছাড়া ব্যবহার করতে পারেন রসুন। কয়েক কোয়া রসুন নিয়ে ভাল করে পেস্ট করে সেই পেস্ট আঁচিলের অংশে সারারাত লাগিয়ে রাখতে হবে। পর পর কয়েকসপ্তাহ এই ভাবে করতে থাকলে ফল পাবেন হাতেনাতে।

অ্যালোভেরা থেকে জেল টুকু ছাড়িয়ে আঁচিল হওয়া আক্রান্তস্থানে ম্যাসাজ করতে হবে।ত্বকে জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই আঁচিল ধীরে ধীরে শুকিয়ে ছোট হয়ে পরিপূর্ণভাবে দূর হবে।

একটি গোটা আলুকে দু' টুকরো করে নিয়ে পাঁচমিনিট ধরে আঁচিলের অংশে বারবার ঘষতে হবে। এক্ষেত্রে একটি সুতির কাপড়ের মধ্যে আলুর টুকরো রেখে আঁচিলের অংশে চেপে ধরলেও কাজে দেবে।

সপ্তাহে দু'দিন করলেও আঁচিল মিলিয়ে যেতে থাকবে। এই ঘরোয়া প্রতিকারে যদি কাজ না হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।