এবার পুজোয় পায়ে নয় ব্যান্ডেড, ফোস্কা থেকে মুক্তি পান এভাবে

03 October 2023

সামনেই পুজো। আর পুজো মানেই পায়ে নতুন জুতো। নতুন জুতো মানেই ফোস্কা। পা ভর্তি ফোস্কা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় বাঙলির পুজো

এই ফোস্টা ভীষণই বেদনাদায়ক। বিশেষ করে ফোস্কা ফেটে গেলে ভীষণই যন্ত্রণা হয়। অনেকসময় তো এই ফোস্কার কারণে ঠাকুর দেখা মাথায় ওঠে

যাতে এই সমস্যায় এবারের পুজোতে না পড়তে হয়, তাই মেনে চলুন কিছু সহজ উপায়। যা মানলেই এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন

পাকে ময়েশ্চারাইজড রাখার চেষ্টা করুন। গোড়ালি, পায়ের আঙুল - সেই সব জায়গায় পুরু করে পেট্রোলিয়াম জেলি অথবা ভেসলিন লাগিয়ে তবেই জুতো পরুন

ফোস্কা থেকে বাঁচার আরেকটি উপায় হল জুতোর সঙ্গে মোজা পরা। এক জোড়া মোটা সিন্থেটিক মোজা পরে তারপর জুতো পরুন। এতে জুতোর সঙ্গে ত্বকে ঘষা লাগবে না এবং এর ফলে ফোস্কা পড়ারও ভয় থাকবে না

পায়ের যে অংশগুলিতে ফোস্কা পড়ার ঝুঁকি থাকে, সেখানে আগে থেকেই ব্যান্ড এড লাগিয়ে রাখতে পারেন। এছাড়া, জুতোর ভিতরে ও সামনে নরম স্পঞ্জ ঢুকিয়ে দিলেও ফোস্কার ঝুঁকি কমে

পায়ে বেশি করে ট্যালকম পাউডার লাগিয়ে নিন। এতে জুতোর সঙ্গে পা ঘষা খায় না। ফলে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে

একইভাবে নারকেল তেল মাখলেও কাজ হবে। এতে জুতোর সঙ্গে পায়ের সংঘর্ষ কম হবে। ফলে আর কোনও রকমের সমস্যা তৈরি হবে না