19  March, 2024

আপনার ত্বকে কত এসপিএফের সানস্ক্রিন লাগবে জানেন?

credit: Pinterest

TV9 Bangla

দিনের বেলায় বাইরে বের হলেও কপালে জমছে ঘাম। তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘরে ফেরা। কাজের প্রয়োজনে যাদের নিয়মিত ঘরের বাইরে বের হতে হয় তারা মাথার যন্ত্রণায় বেশি ভোগেন।

মাথাব্যথার জন্য যেসব কারণ দায়ী তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো গরমের কারণে ঠিকমতো ঘুম না হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, দেহের জলশূন্যতা ইত্যাদি।

তবে মাথায় যন্ত্রণা করলেই ওষুধ খেতে হবে, এমনটা নয়। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে মাথা ব্যথা থেকে স্বস্তি মেলা সম্ভব।

মাথায় যন্ত্রণা হলে অনেকেই ভরসা করেন চা-কফিতে। ভাবেন, এই চা বা কফি মাথা ব্যথা কমাবে। কফিতে থাকা ক্যাফিন স্নায়ুকে উদ্দীপ্ত করে বলে ব্যথা কমেছে বলে মনে হয়।

এই ধারণা ভুল। উল্টো মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে ক্যাফিন। তাই দ্রুত মাথা যন্ত্রণা সারাতে চা-কফি থেকে দূরে থাকুন।

গরমে শরীরে জলের পরিমাণ কমে যায়। আর এই জলের ঘাটতির কারণেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাথা ব্যথাও এমন একটি সমস্যা।

দিনে অন্তত ৮-১০ গ্লাস জল করুন। মাথা ব্যথা শুরু হলেই জল পানের পরিমাণ বাড়িয়ে দিন। এতে মাথা ব্যথা কমবে।

মাথা যন্ত্রণা শুরু হলে কিছু সময় কাজ থেকে বিশ্রাম নিন। সম্ভব হলে অন্ধকার ঘরে চোখ বুজে বসে থাকুন। আধ ঘণ্টা চোখ বুজে বিশ্রাম নিন। এই সময় মোবাইল বা টিভি দেখবেন না। এতে যন্ত্রণা আরও বাড়তে পারে।