পাইলসের সমস্যায় কষ্ট পাচ্ছেন? রইল উপায়

13September 2023

অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অস্বাস্থযকর জীবনাযাপন অনেক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা। পাইলসও এমনই সব সমস্যার মধ্যে অন্যতম

অত্যন্ত বেদনাদায়ক এই সমস্যা।  এর ফলে  মলদ্বারে ব্যথা এবং ফুলে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়। মলত্যাগের সময় অসহ্য যন্ত্রণাও হয়

পাইলস থেকে মুক্তি পেতে বেশিরভাগ মানুষই বাজার চলতি ওষুধের সাহায্য নেন। কিন্তু অনেক সময় এতে কোনোও সুফল পাওয়া যায় না। অনেকেই জানেন না যে ঘরোয়া উপায়েই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

এর জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন লেবু এবং দুধের মিশ্রণের উপর। এখন প্রশ্ন হল দুধ ও লেবু কিভাবে পাইলসের জন্য উপকারী? জানুন সেটাই...

পাইলসের জন্য লেবু ও দুধ খাওয়া খুবই কার্যকরী বলে মনে করা হয় পাইলসের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মলত্যাগের সমস্যা হয়। লেবু খেলে মলত্যাগের সমস্যা কমে

 এর পাশাপাশি লেবুর রসে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যার কারণে মলদ্বারে ফোলা ও ব্যথার সমস্যা অনেকটাই কমে। খালি পেটে এটি খেলে মিটবে সমস্যা

পাইলসের সমস্যা থাকলে দুগ্ধজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। কারণ দুগ্ধজাত জিনিস থেকে  কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তবে পাইলসের সমস্যা কমাতে দুধ ও লেবু খেলে উপকার মিলবে

 এই দুটি জিনিসই সকালে খালি পেটে খেতে হবে। লেবুর রস এবং দুধ খাওয়ার জন্য, সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা জলে একটি লেবু ছেঁকে নিন। এর পর এই মিশ্রণটি সেবন করুন। এটি করলে পাইলসের সমস্যা দূর হতে পারে