13 March, 2024
চোখের নীচে ফোলাভাব? দূর করবেন যেভাবে
credit: Pinterest
TV9 Bangla
অনেকেরই চোখের নীচে ফোলাভাব দেখা যায়। এই সমস্যাকে অনেকেই দূর করতে চান। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে।
চোখের ফোলাভাব দূর করতে ঠান্ডা চামচ খুবই কার্যকরী। এতে খুব তাড়াতাড়ি চোখের ফোলাভাব দূর হয়। এর জন্য, ফ্রিজে বেশ কয়েকটি চামচ রাখুন।
কিছুক্ষণ পর চামচগুলো ঠান্ডা হয়ে গেলে এক একটা করে চামচ নিয়ে উল্টে চোখের উপরে রাখুন। কয়েক সেকেন্ড পরে, চোখ থেকে চামচটি সরিয়ে নিন।
তারপর ফ্রিজ থেকে আরেকটি চামচ নিন এবং এটিও একইভাবে অন্য চোখে রাখুন। এইভাবে করতে থাকলে নিমেষেই চোখ থেকে ফোলাভাব দূর হবে!
চোখের ফোলাভাব দূর করতে ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন। ঠান্ডা দুধ ব্যবহার করলে কেবল ফোলাভাব দূর হবে না, পাশাপাশি ডার্ক সার্কেলও কমবে।
একটি পাত্রে দুধ নিন। এই দুধে দুটি তুলোর বল দিয়ে ফ্রিজে রেখে দিন। দুধ ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ চোখের উপর দুধে ভেজানো তুলো রাখুন।
চোখের ফোলাভাব দূর করতে আইস কিউবও ব্যবহার করা যেতে পারে। তবে আইস কিউব সরাসরি চোখের উপর ব্যবহার করা উচিত নয়।
একটি নরম সুতির কাপড়ে আইস কিউব নিয়ে চোখের উপর আলতো করে ম্যাসাজ করুন। এতে চোখের ফোলা কমবে।
আরও পড়ুন