দাদের সমস্যা থেকে মুক্তি পান নিমেষে

23 September 2023

ত্বকের নানা সমস্যার মধ্যে অন্যতম হল দাদের সমস্যা। এর চিকিৎসা থাকলেও, ঘরোয়া উপায়েও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব

আপনার যদি দাদের সমস্যা থাকে তবে ভরসা রাখতে পারেন এসব ঘরোয়া প্রতিকারে। কী করতে হবে তার জন্য? জানুন...

অ্যাপেল সাইডার ভিনেগারে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বর্তমান। এটি দাদের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এই প্রতিকারটি করার জন্য,একটি পরিষ্কার তুলোর বল অ্যাপেল সিডার ভিনেগারে ভিজিয়ে নিন

 তারপর ওই তুলোর বলটি দিয়ে সংক্রমিত জায়গায় আলতো হাতে ব্রাশ করুন। ভালো ফল পেতে এই প্রক্রিয়াটি দিনে তিনবার করা যেতে পারে

এছাড়া ব্যবহার করতে পারেন টি-ট্রি অয়েলও। কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান। যা দাদের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে

নারকেল তেলে মাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল, উভয় বৈশিষ্ট্যই বর্তমান, যা দাদের সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। দাদ ছাড়াও এটি ক্যান্ডিডা এবং অন্যান্য ছত্রাক সংক্রমণের ক্ষেত্রেও কার্যকর

 এই প্রক্রিয়াটি করার জন্য, প্রথমে একটি পাত্রে নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিন। তারপর ওই হালকা গরম তেল সরাসরি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন। এটি ত্বকে দ্রুত শোষিত হয়

হলুদের স্বাস্থ্য উপকারিতা অসীম। হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান। তাছাড়া হলুদ কার্যকরী অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে। এটি সংক্রমণের বৃদ্ধিকে রোধ করে