ছোট থেকে বড় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন কমবেশি সকলেই। তবে বাচ্চাদের মধ্যে এই সমস্যা অপেক্ষাকৃত বেশি দেখা যায়
আয়ুর্বেদে কোষ্ঠকাঠিন্যের দারুণ প্রতিকার রয়েছে। এমন কিছু খাবারের উল্লেখ রয়েছে আয়ুর্বেদে, যেগুলি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে পারে
ত্রিফলা হল তিনটি ফলের মিশ্রণ - আমলকি, হরিতকি এবং বহেরা। এই ৩ ফল শুকিয়ে গুঁড়ো করে, তাদের চূর্ণ একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ত্রিফলার মিশ্রণ। আয়ুর্বেদ শাস্ত্র মতে, রোগ-ব্যধিকে ঠেকিয়ে রাখতে ত্রিফলার জুড়ি মেলা ভার
নিয়মিত ত্রিফলার জল খেলে রক্তে গ্লুকোজের মাত্রা এবং অন্ত্রের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও ত্রিফলা দারুণ কার্যকর। আর এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই
ত্রিফলা চূর্ণ কিনতে পাওয়া যায়। এক চামচ ত্রিফলার গুঁড়ো এক কাপ জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে খালি পেটে সেই জল বাচ্চাকে খাওয়ান
হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে জাঙ্ক ফুড থেকে দূরে রাখুন আপনার বাচ্চাকে। ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয়, শুকনো ফল, স্যালাড এবং বিনস খাওয়াবেন না বাচ্চাকে
ঘরে তৈরি গরম খাবার, ডিটক্সিফিকেশন পানীয় এবং ভালোভাবে রান্না করা শাকসবজি বাচ্চাকে খাওয়ান। পুষ্টিকর খাবার খাওয়ান আপনার সন্তানকে, যা পেটকে টক্সিন এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখবে
দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী আয়ুর্বেদিক প্রতিকার হল, এক গ্লাস গরম দুধের সঙ্গে দুই চামচ ঘি মিশিয়ে পান করা। ঘি কোষ্ঠকাঠিন্য থেকে তাৎক্ষণিক মুক্তি দেয়
বেল খুবই পুষ্টিকর এবং উপকারী একটি ফল। কাঁচা পাকা দুই অবস্থায়ই সমান উপকারী। বেলের সিজন হল গ্রীষ্মকাল। পাকা বেলের শরবত কোষ্ঠকাঠিন্য সারাতে দারুণ কার্যকর। বেল হজমের জন্য ভালো এবং কোলেস্টেরলের মাত্রা কমায়