চায়ের পর জল? ক্ষতি করছেন শরীরের

19August 2023

চায়ের প্রতি বাঙালির আলাদাই টান। দিনের মধ্যে যতবার চা দেওয়া হোক না কেন তাঁদের মুখে না নেই

চা ছাড়া দিনের শুরুটাই যেন ঠিকমতো হয় না তাঁদের। সবই ঠিক আছে কিন্তু বেশীরভাগ মানুষই চা পান করেই জল খান

এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। এই অভ্যাসে আদৌ শরীরের জন্য কতটা ঠিক? জানুন...

বিশেষজ্ঞদের মতে, চায়ের পরই জল খাওয়া একেবারেই উচিত নয়। এতে শরীরের নানা ক্ষতি হয়

চায়ের পর জল খেতে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। এছাড়াও দাঁতে সংবেদনশীলতার সমস্যা দেখা দেয়

এতে দাঁতে হলদে ভাবের সমস্যা হতে পারে। এমনকী চায়ের পর জল খেলে দাঁতে পচন পর্যন্ত ধরতে পারে

চা পানের সঙ্গে-সঙ্গে জল খেলে নাক থেকে রক্ত পড়ার মতো ভয়ানক সমস্যা তৈরি হতে পারে

এছাড়া গ্যাস অম্বলের সমস্যা তো রয়েছেই। চা পানের পর জল খেলে মারাত্মক গ্যাস অম্বলের সমস্যা হয়

চা পানের পর জল খেতে পেট ফাঁপার মতো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া বদহজমও হতে পারে