অ্যালার্জির সমস্যায় ভুগছেন? রইল উপায়
04 September 2023
ত্বকের অ্যালার্জি আজকাল সবার জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কখনও কিছু খাবারের কারণে, কখনও কোনও ক্রিম বা পোশাকের কারণে এই সমস্যা হয়
এতে ত্বকে ফুসকুড়ি, ব্রণ এবং চুলকানির সমস্যা দেখা দেয়, যার ফলে কখনও কখনও মুখ এবং শরীরে অনেক দাগও হয়ে যায়
ত্বকের অ্যালার্জিতে অনেক সময় শরীরে ফুসকুড়ি বা হালকা লাল দাগ দেখা দেয়। এমনকি তা কমার পরিবর্তে দিনের পর দিন বাড়তে থাকে
কিন্তু এই সমস্যার সমাধান আপনি বাড়িতে বসেই পাবেন। তার জন্য প্রচুর ওষুধ খেতে হবে না। কিন্তু উপায় কী?
কিছু অ্যালার্জি দীর্ঘস্থায়ী হয়। ফলে তা ওষুধ দিয়ে নিরাময় করাই ভাল। এমনকি তখন ডাক্তারের পরামর্শ নেওয়াই সঠিক কাজ
তবে আপনি বাড়িতে চা গাছের তেল ব্যবহার করে দেখতে পারেন। চা গাছের তেল ত্বকের অ্যালার্জিতে খুব ভাল কাজ করে
তবে এটি একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাগালেই ভাল। এতে লালভাব এবং চুলকানি থেকে মুক্তি পাবেন
আপেল সিডার ভিনিগার ব্যবহার করুন। এটি কেবল ওজন কমাতে নয় বরং অ্যালার্জিতেও কাজ করে। এটি একটি দুর্দান্ত স্কিন কেয়ার এজেন্ট
নারকেল তেল ত্বকের যত্নের জন্য উপযুক্ত। এটিতে ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা অ্যালার্জিতে খুব ভাল উপকার করে
আরও পড়ুন