10 February 2024

রইল ভুট্টার হাজার গুণ

credit: Pinterest

TV9 Bangla

আজকাল ভুট্টা খাওয়ার চল বেড়েছে। এটি হল একধরনের শস্য। খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি ভুট্টা ফাইটোকেমিক্যালে সমৃদ্ধ।

অ্যান্টিকারসিনোজেনিক এজেন্ট হিসেবে কাজ করে ভুট্টার অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি অ্যালজাইমার্স রোগ প্রতিরোধ করে।

ভুট্টায় প্রচুর পরিমাণ খনিজ থাকে। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন ও কপার থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসফরাস থাকে যা স্বাস্থ্যকর হাড়ের জন্য প্রয়োজনীয়।

এই খনিজ উপাদানটি শুধুমাত্র হাড়ের ফাটল রোধ করে তাই নয়, বরং কিডনির স্বাভাবিক কাজও বৃদ্ধি করে।

উচ্চ পরিমাণে ফাইবার থাকে বলে ভুট্টা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোলন ক্যান্সারের রোগীদের ভুট্টা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বেবি কর্নে প্রচুর পরিমাণ আয়রন থাকে। তাই ভুট্টা খেলে আয়রনের ঘাটতি পূরণ হয় এবং রক্তস্বল্পতা বা অ্যানেমিয়া প্রতিরোধ করে।

ভিটামিন সি, ক্যারোটিনয়েড ও বায়োফ্লাভোনয়েডসে সমৃদ্ধ ভুট্টা শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।

ভুট্টার তুষের তেল খেলে প্লাজমার এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে বলে জানা গিয়েছে। ফেনলের উপস্থিতির জন্য ভুট্টা খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।