15 January 2024

শীতে চাঙ্গা থাকতে রোজ চাই আদার রস

credit: istock

TV9 Bangla

আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, আদা কিন্তু বহু যুগ ধরেই রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে আদা খেলে ওজন কমে, তা আমরা সকলেই জানি।

আপনি কি জানেন খালি পেটে আদার রস খাওয়া কতটা উপকারী? যদি আপনি খালি পেটে রোজ আদার রস খান তাহলে কিন্তু আপনি নীরোগ থাকতে পারবেন, জানুন উপকারিতা সম্পর্কে।

পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে আদার রস। শীতে অনেকেরই হজমের সমস্যা হয়। আর এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

শীতে অনেকসময় গা বমি ভাব দেখা যায়। শরীর দুর্বল লাগে। আদার রসে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা খেলে বমি বমি ভাব দূর হয়।

এ ছাড়া আদার রস শরীরকে শক্তি জোগাতেও সাহায্য করে। তাই দেরি না করে এই আদার রস আপনি আজ থেকে খাওয়া শুরু করতে পারেন।

রক্ত সঞ্চালন ভালো রাখতে আদার রসের জুড়ি মেলা ভার। এ ছাড়া এতে  কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে। আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য রয়েছে। সেক্ষেত্রে এর রস খেলে আপনার হার্টও কিন্তু ভালো থাকবে।

আদাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট।যা খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।  ফ্রি ব়্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে আদা। তাই শীতকালে চুটিয়ে খান আদার রস।

এ ছাড়া বাতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে আদা। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, তাই যাদের বাতের ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে তাঁরা রোজ আদা খেতে পারেন।