09 February 2024

কেন রোজ খাবেন কুলেখাড়া?

credit: Pinterest

TV9 Bangla

গ্রামে-গঞ্জে অলিগলিতে গজিয়ে ওঠে কুলেখাড়া। শরীরের জন্য ভীষণ উপকারী এই পাতা। রক্তাল্পতার সমস্যা মেটাতে এই পাতার জুড়ি নেই।

তবে শুধু রক্তাল্পতার সমস্যা মেটাতেই নয়, শরীরে আরও একাধিক সমস্যা মেটাতে সাহায্য করে এই পাতা।

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া পাতার রস সেদ্ধ করে, ছেঁকে নিয়ে সেই জল খান। এক সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিনের সংখ্যা বৃদ্ধি পাবে।

অথবা দিনে ২ বার ৪ চা চামচ কুলেখাড়া পাতার রস সামান্য গরম করে খান। এতে উপকার পাবেন, মিটবে রক্তালপ্ততার সমস্যা।

এ ছাড়া ঘুমের সমস্যা মেটাতে সাহায্য করে এই পাতা। অনেকেই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন না তাঁরা কুলেখাড়া পাতার রস খেতে পারেন।

যৌন চাহিদা বাড়াতেও সাহায্য করে কুলেখাড়া পাতার রস। এক্ষেত্রে দুধের সঙ্গে আলকুশি বীজ গুঁড়ো ও কুলেখাড়ার রস মিশিয়ে খেলে কাজ হবে।

হারপিসের মতো জটিস সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে কুলেখাড়া। হারপিস হলে কুলেখাড়া ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগালে উপকার পাবেন।

কোনও কারণে কেটে গেলে, রক্তপাত হলে কুলেখাড়া পাতা থেঁতো করে কাটা জায়গায় চেপে বেঁধে দিন। রক্তপাত বন্ধ হয়ে যাবে, ক্ষতও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।