13 February 2024

রইল তেঁতুলের যত উপকারিতা

credit: Pinterest

TV9 Bangla

বাঙলির জীবনে তেঁতুলের ব্যবহার অনেক। তেঁতুল খেতে ভালোবাসেন অনেকেই। শুধু স্বাদের জন্যই নয়, এর মধ্যে রয়েছে অনেক উপতারী গুণ।

জানেন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তেঁতুল? তেঁতুলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান পরোক্ষভাবে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

তেঁতুলে উপস্থিত উৎসেচক শরীরে শর্করার শোষণ মাত্রা কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রেণ থাকে। ফলে ডায়াবেটিস রোগীরা যদি ওষুধের পাশাপাশি নিয়ম করে তেঁতুলও খান, তাহলে উপকার পাবেন।

তেঁতুল রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তেঁতুলের জুড়ি মেলা ভার।

কোলেস্টেরলের সমস্যায় ভোগা রোগীদের নিয়ম করে তেঁতুল খাওয়া জরুরি। হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতেও এই ফল দারুণ উপকারী। হৃদরোগোর ঝুঁকি কমায় তেঁতুল।

 ঋতু পরিবর্তনের সময়ে ঠান্ডা লাগা এবং সর্দিকাশি থেকে রেহাই পেতে গরম জলে তেঁতুল আর গোলমরিচ মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়।

 তেঁতুলে থাকা ভিটামিন সি আর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়।তাই খেতে পারেন তেঁতুল।

তেঁতুলে থাকা হাইড্রক্সিসাইট্রিক অ্যাসিড শরীরে চর্বি জমতে দেয় না। এই অ্যাসিড সেরোটোনিন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে খিদে কমায়।