মাসের বিশেষ কটা দিন মহিলাদের একটি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়, তা হল পিরিয়ড। আর এই সময় মহিলারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকেন
আর এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে অনেকসময় গোপোনাঙ্গে ব়্যাশের সমস্যা দেখা দেয়। কেন হয় এমনটা হয় জানেন?
অনেক মহিলা তাদের পিরিয়ডের সময় একই প্যাড ব্যবহার করে বেশ কয়েক ঘন্টা ব্যয় করেন। এর ফলে ব়্যাশ হয়
তাই একটা প্যাড দীর্ঘক্ষণ ব্যবহার করবেন না। ঘন-ঘন স্যানিটারি প্যাড পরিবর্তন করুন। তাহলেই আর এই সমস্যা হবে না
স্যানিটারি প্যাড কেনার আগে দেখে নেবেন এতে যেন কোনও রকম সুগন্ধযুক্ত কিছু ব্যবহার না করা হয়
কারণ সুগন্ধ আনতে যেসন রাসায়নিক ব্যবহার করা হয় তা থেকেই ব়্যাশের সমস্যা হয়। তাই এটি করবেন না
এছাড়া অতিরিক্ত ঘামের কারণেও ব়্যাশ হয়। মাসিকের রক্ত ও ঘাম একসঙ্গে মিশেই এই সমস্যা হয়। তাই সতর্ক থাকতে হবে
আরও একটি বিষয় রয়েছে, স্যানিটারি প্যাড কেনার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে তা যেন নিম্নমানের না হয়
এই ধরনের প্যাড থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। তাই চেষ্টা করুন ভাল মানের প্যাড ব্যবহার করতে। আর গোপনাঙ্গ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। কারণ নইলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে