17 March, 2024
তামার পাত্রে জল পান করছেন? এই নিয়ম না জানলেই বিপদ!
TV9 Bangla
credit: Pinterest
আজকাল অনেকেই তামার বোতলে জল খান। এই বোতলে জল খাওয়ার উপকারিতা অনেক। কিন্তু এই বোতলে জল খাওয়ার আগে মাথায় রাখতে হবে বেশকিছু বিষয়।
তামার পাত্রে জল খেলে হজমশক্তি বাড়ে। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট যা শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে।
কিন্তু তামার বোতলে জল খেলে অনেকসময় নানা সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে অন্যতম হল বমি-বমি ভাব, ডায়ারিয়া।
এমনকী এর থেকে লিভারেরও ক্ষতি হতে পারে। তাই একটু ভাল মানের তামার বোতল কেনার চেষ্টা করবেন। তাতে কপার টক্সিসিটি হওয়ার ঝুঁকি কম থাকে।
নিম্নমানের বোতলে যে ধাতু ব্যবহার করা হয় তা শরীরের জন্য একেবারেই ভাল নয়। তাই ব্যবহার না করাই ভাল।
আর নিয়মিত তামার বোতল পরিষ্কার করুন। ময়লা জমতে থাকলে তা থেকে পেট খারাপ ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
তামার বোতলে ফলের রস বা অন্য়ান্য পানীয় রাখবেন না। বিশেষ করে সাইট্রাস ফলের রস বা কার্বোনেটেড পানীয়।
এই ধরনের পানীয় তামার সঙ্গে বিক্রিয়া করে। যার ফলস্বরূপ ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয়, যা শরীরের জন্য খুবই খারাপ।
আরও পড়ুন