কান পরিষ্কার করতে অনেকেই ইয়ারবাড ব্যবহার করেন
কারও আবার ঘন-ঘন ইয়ারবাড দিয়ে কান খোঁচান
আর এতেই বাড়ে বিপদ
বিশেষজ্ঞদের মতে, এই ইয়ারবাড ব্যবহার করার ফলে শ্রবণশক্তি পর্যন্ত হারাতে হতে পারে
এই ইয়ারবাড কানের ময়লাকে আরও ভিতরে ঠেলে দেয়
আর এতে কানের ভিতরের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও বাড়ে
এছাড়া কানের ভিতরের চামড়ায়ও সমস্যা দেখা দিতে পারে
তাই ইয়ার বাড ব্যবহার করবেন না
কানের ময়লা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়