নারীদের মধ্যে অনেকসময়ই পুষ্টির অভাব দেখা দেয়। ফলে নান রোগের শিকার হন তাঁরা। এর কারণ একটাই তাঁদের শরীরের গঠন ও শরীরের প্রতি অযত্ন
তাই সুস্থ থাকতে নারীদের ডায়েটে জোর দিতেই হবে। এমন একটা ডায়েট মেনে চলতে হবে যাতে শরীরে কোনও রকম পুষ্টির ঘাটতি না ঘটে
ডায়েটে যেন প্রোটিন, ভিটামিন, মিনারেলের কোনও অভাব না ঘটে। আসুন জেনে নেওয়া যাক সুস্থ থাকতে নারীদের কী-কী খাওয়া জরুরি...
ভিটামিন ডি খেলে হাড় মজবুত হয়। সূর্য ভিটামিন ডি এর একটি চমৎকার উৎস। কিন্তু সূর্যালোকের অতিরিক্ত এক্সপোজার আপনার ত্বকের জন্য খারাপ হতে পারে
তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন মাশরুম, সয়া মিল্ক, টফু এবং ডিমের কুসুম আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন
ভারতীয় মহিলাদের মধ্যে আয়রনের মতো পুষ্টির অভাব খুবই সাধারণ। এই পুষ্টি লোহিত কণিকা গঠনে সাহায্য করে। এই পুষ্টির ঘাটতি পূরণ করতে, আপনি আপনার খাদ্যতালিকায় পালং শাক, মটরশুটি, সমস্ত সবজি এবং কুইনোর মত খাবার ডায়েটে যোগ করুন
ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো। এই পুষ্টি হাড়কেও মজবুত করে। ভিটামিন এ-এর ঘাটতি মেটাতে আপনি আপনার খাদ্যতালিকায় গাজর, কুমড়ার বীজ এবং মিষ্টি আলুর মতো অনেক খাবার অন্তর্ভুক্ত করতে পারেন
পটাসিয়াম আপনার শক্তির মাত্রা বাড়ায়। পটাসিয়াম আপনার হাড় মজবুত করতে সাহায্য করে। আপনি আপনার খাদ্যতালিকায় পটাশিয়াম সমৃদ্ধ কলা এবং কমলা লেবুর রস ইত্যাদি যোগ করুন
ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর ফলে খারাপ কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। আপনি আপনার ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন গোটা শস্য, অ্যাভোকাডো এবং মসুর ডাল ইত্যাদি যোগ করুন