টি ব্যাগেই লুকিয়ে বিপদ!
28 August 2023
চা ছাড়া এক মুহূর্ত চলে না বাঙালির। তবে বর্তমানে সময়ের অভাবে চা পাতার পরিবর্তে বেশি ব্যবহার হয় টি ব্যাগ
কারণ একটাই টি ব্যাগ ব্যবহার করে চা বানানো অপেক্ষাকৃত সহজ। তবে এর যেমন ভাল দিক রয়েছে তেমনই রয়েছে খারাপ দিকও
কারণ এই টি ব্যাগ থেকেই ক্ষতি হয় শরীরের। এমনই মতামত বিশেষজ্ঞদের। আসুন জেনে নেওয়া যাক এতে কী ক্ষতি হয় শরীরের...
চা ছাড়া এক মুহূর্ত চলে না বাঙালির। তবে বর্তমানে সময়ের অভাবে চা পাতার পরিবর্তে বেশি ব্যবহার হয় টি ব্যাগ
বিশেষ করে ডায়াবেটিকদের জন্য খুব ক্ষতিকারক এই টি ব্যাগ। কারণ রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে টি ব্যাগ
এছাড়া টি ব্যাগের মধ্যে অনেকসময়ই জীবাণু বাসা বাঁধে যা শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক। কারণ এতে থাকা জীবাণু সরাসরি শরীরের ভিতর প্রবেশ করে ক্ষতি করে
অনেক মানুষই একটা টি ব্যাগ দু'বার ব্যবহার করেন। একবার ব্যবহারের পর তা তুলে রেখে পুনরায় ব্যবহার করেন
এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়। কয়েক হাজার জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে এতে যা শরীরের ভয়ঙ্কর ক্ষতি করে
তাই টি ব্যাগের পরিবর্তে চায়ের পাতা ব্যবহার করুন। এতে কোনও ক্ষতির ভয় নেই
আর যদি টি ব্যাগ ব্যবহার করতেই হয় তবে একবারই ব্যবহার করুন। একটি টি ব্য়াগ ব্যবহার করা যাবে না
আরও পড়ুন