19 July 2024
সাবধান! বর্ষাকালে ভুলেও খাবেন না এই ডাল
credit: igoogle
TV9 Bangla
ফ্যাট, প্রোটিন, ভিটামিন বা খনিজ পদার্থ যা চাইবেন সেই পুষ্টি গুণেই ভরপুর ডাল। তাই চিকিৎসকরাও সুস্বাস্থ্যের জন্য রোজ ডাল খেতে বলেন!
কিছু ডালে আবার ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন জাতীয় খনিজ রয়েছে ভরে ভরে! এই কারণে ডাল খেলে রোগব্যাধি দূরে থাকে।
তবে ডাল যতই ভাল হোক না কেন এই ডাল খেলেও কিন্তু শরীরে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে এই মরসুমে আরও বেশি।
আপনি কি জানেন, সারা বছর যে ডাল পুষ্টিগুণের উৎস, বর্ষাকালে সেই ডালের কারণেই অসুস্থ হতে পারেন আপনি!
তবে সব খেলেই যে এমন হবে তা নয়! তা হলে কোন ডালে সমস্যা? জানা আছে কি? দেখে নিন এক নজরে!
বিউলির ডাল মৌরী আর আদা বাটা ফোঁড়ন দিয়ে খেতে দারুন লাগে। তবে এই ডাল হজম করা কঠিন। আর্দ্র পরিবেশে বেশি বিউলির ডাল খেলে ব্লোটিংয়ের সম্ভবনা থাকে।
রাজমা ডাল হার্টের স্বাস্থ্য জন্য ভাল, এনার্জির উৎস! তবে বর্ষার সময় বেশি রাজমা খাওয়া বিপদের কারণ হতে পারে।
লুচি দিয়ে ছোলার ডাল মানেই, আহাঃ! স্বাস্থ্য উপকারিতা থাকলেও এই ডাল বর্ষাকালে খেলে হজম, গ্যাস, ব্লোটিং, অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
আরও পড়ুন