নীল, সাদা, লাল, হলুদ! এই সব চা খেলেই কমবে ওজন, সুস্থু থাকবে শরীর
credit: google
TV9 Bangla
বাঙালি এবং চায়ের মধ্যে একটা নিবিড় যোগ রয়েছে। চা-চপ সহযোগে আড্ডা না দিলে আর কীসের বাঙালি মশাই! তবে সাধারণ দুধ চা, গ্রীন টির বদলে হরেক রঙের এইসব চা কখনও চেখে দেখেছেন?
রুইবোস টি - অ্যান্টি অক্সিডেন্ট এবং মিনারেল সমৃদ্ধ এই চা খাওয়ার চল একশো বছরের বেশি। তবে এ দেশে নয়, এই চায়ের প্রধান বাজার দক্ষিণ আফ্রিকায়।
জেসমিন টি: দাঁত এবং মাড়ির সমস্যায় ভুগছেন, এই চা করতে পারে সমাধান। উপরি পাওনা জুঁই ফুলের গন্ধ আর অ্যান্টিঅক্সিডেন্ট।
ব্লু টি - অপরাজিতা ফুলের পাপড়ি থেকে তৈরি হয় এই চা। শরীরে সুগার, প্রেসার এবং ক্যানসারের মতো রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।
ইয়েলো টি - এই চায়ের জন্ম পড়শি দেশ চিনে। চায়ের হলুদ রং সিলড ইয়েলাইং নামক পদ্ধতিতে আনা হয়। ডায়াবেটিস এবং লিভারের রোগীদের জন্য বেশ ভাল।
হোয়াইট টি - ক্যামেলিয়া সিনেসিস গাছের পাতা থেকে এই চা তৈরি করা হয়। হার্টের রোগী, ওজন কমাতে এবং ত্বকের যত্ন নিতে এই চা বেশ উপকারি।
উলং টি - নানা ভিটামিন, মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই চা শরীরের জন্য বেশ উপকারি।
হিবিস্কাস টি - প্রচুর স্বাস্থ্যগুণ সমৃদ্ধ এই চা মূলত তৈরি হয়, জবা ফুলের পাপড়ি এবং হিবিস্কাস সাবদারিফা নামক এক আফ্রিকান গাছ থেকে।