30 March 2024

মাংস খেয়ে মুখেও তুলবেন না এসব খাবার

credit: istock

TV9 Bangla

পাঁঠার মাংস হোক কিংবা মুরগির, গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা কষা মাংস হলে আর কিছু দরকার পড়ে না।                        

কিন্তু কিছু খাবার আছে, যেগুলি মাংস খাওয়ার পর খেলে শারীরিক নানা সমস্যা হতে পারে।                        

অনেক ডায়েটিশিয়ানই লো-কার্ব ডায়েটে চিকেন স্যালাড খাওয়ার পরামর্শ দেন। খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও সহজ।                         

মাংস খাওয়ার পর কোন খাবারগুলি কখনও খাবেন না? তার তালিকা দেখে নিন।                                                                      

মাংস খাওয়ার পর দুগ্ধজাত খাবার একেবারেই মুখে তুলবেন না। পায়েস, টক দই কিংবা দুধ দিয়ে তৈরি যে কোনও খাবার।                        

দুগ্ধজাত খাবারে অ্যান্টিবায়োটিকের পরিমাণ বেশি থাকে। পাঁঠার মাংস খাওয়ার পর এই ধরনের খাবার খেলেই বিপদ।                        

মটন খাওয়ার পরে ভুলেও মধু খাবেন না। পাঁঠার মাংস খাওয়ার পর খুব ঝাল লাগলে অল্প চিনি খান।                        

অনেক ডায়েটিশিয়ানই লো-কার্ব ডায়েটে চিকেন স্যালাড খাওয়ার পরামর্শ দেন। খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও সহজ।