কথায় বলে এঁটো খাবার খেলে নাকি ভালবাসা বাড়ে
এটা সঠিক কি না জানা নেই, তবে রোগ ছড়ায় এটা সত্যি
বন্ধু-বান্ধব, ভালবাসার মানুষেপ পাত থেকে আমরা সাধারণত খাবার খেয়েই থাকি
কিন্তু এই সাধারণ অভ্যাসই আপনাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে
যাঁর পাত থেকে খাচ্ছেন তাঁর যদি কোনও সংক্রমক রোগ থাকে তবে আপনারও হতে পারে
তাঁর যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনারও হতে পারে
পেটের সমস্যাও হতে পারে
তাঁর শরীরের জীবাণু আপনার শরীরে ছড়িয়ে পড়তে পারে
তাই এঁটো খাবার খাবেন না