বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় হয়
হাড়ের এই ক্ষয় আটকাতে পাতে রাখতে হবে কিছু খাবার
বিশেষত ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে এক্ষেত্রে
দুধে রয়েছে ভরপুর ক্যালসিয়াম ও ভিটামিন
তাই নিয়মিত দুধ খান
এছাড়া খেতে পারেন পনির
এক্ষেত্রে কার্যকরী রাজমা ও কাবুলি ছোলাও
আমন্ডে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে
রোজ ৬-৭ টি আমন্ড খান