18th July, 2025

২ দিন বাদেই ঘনঘন আসছে জ্বর, এটা কীসের লক্ষণ জানেন?

Credit -  Pixabay 

TV9 Bangla

একবার রোদ, একবার বৃষ্টি। ঘনঘন মুড বদলাচ্ছে আবহাওয়া। আর তার জেরে অসুস্থ হচ্ছেন অনেকে।

অনেকেই এখন ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন। আবার অনেকের ডেঙ্গি, ম্যালেরিয়া হচ্ছে। যদি বারবার জ্বর হয়, তবে তা কীসের লক্ষণ জানেন?

যদি ঘনঘন জ্বর হয়, তবে তা সাধারণ বিষয় নয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

চিকিৎসকরা বলেন, ঘনঘন জ্বর আসা দীর্ঘস্থায়ী এবং লুকোনো কোনও রোগের লক্ষণ। সঠিক সময়ে ধরা না পড়লে, বড় বিপদ হতে পারে।

বারবার জ্বর হলে তা টাইফয়েডের লক্ষণ। সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে এটা হয়। এতে ঘনঘন জ্বর আসে।

যাদের চোখ হয় টানা টানা, তারা অন্যদের ভালো আকর্ষিত করতে পারে। মোটা ভ্রু-পল্লব ও যে কারও মুখশ্রীর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয়।

এছাড়া মশা বাহিত রোগ, ডেঙ্গি ও ম্যালেরিয়ার কারণেও ৩-৪ দিন বাদে বাদেই জ্বর আসতে পারে।  শরীরে ব্যথা, ক্লান্তি এবং ফুসকুড়িও হতে পারে।

টিবি বা যক্ষ্মা হলেও প্রায় প্রতিদিন জ্বর আসে, যা সন্ধ্যা হলেই বেড়ে যায়। এর সঙ্গে অত্যাধিক কাশি ও  ওজন কমার মতো উপসর্গও দেখা দিতে পারে।

লুপাস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটো-ইমিউন ডিজিজের জন্যও বারবার জ্বর আসতে পারে। এতে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের কোষ ও টিস্যুকেই আক্রমণ করে। প্রদাহের কারণে ঘনঘন জ্বর আসতে পারে।

ব্লাড ক্যানসারেরও অন্যতম লক্ষণ ঘনঘন জ্বর। এতে শরীরে থাকা শ্বেত কণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। দেহের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকে না।