14th June, 2025

প্রস্রাবে জ্বালা, UTI হয়েছে কি না মহিলারা বুঝবেন কীভাবে? 

TV9 Bangla

Credit -  Freepik, X

প্রস্রাবের সংক্রমণকে মূত্রনালীর সংক্রমণ (UTI) বলা হয়। এই সংক্রমণ ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সংক্রমণ বেশি দেখা যায়।

মহিলাদের যখন মূত্রনালীর সংক্রমণ হয়, সেই সময় শরীরে নানা লক্ষণ দেখা যায়। যা উপেক্ষা করে একেবারেই ভালো নয়। চলুন জেনে নেওয়া যাক, মহিলারা কীভাবে বুঝবেন তাদের UTI হয়েছে।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর চঞ্চল শর্মা জানিয়েছেন যে, ইউটিআইয়ের কারণে ঘন ঘন প্রস্রাব করার বেগ আসে। এর ফলে সেই ব্যক্তিকে কয়েক মিনিট পর পর বাথরুমে যেতে হয়।

এমন সময় যে সেই মহিলার খুব বেশি প্রস্রাব হয়, তা নয়। এমন সময় প্রস্রাবের পরিমাণ কমই হয়। মহিলাদের ক্ষেত্রে ইউটিআইয়ের সবচেয়ে সাধারণ লক্ষণ হল প্রস্রাব করার সময় তীব্র জ্বালা অনুভব করা।

যদি লক্ষ্য করেন যে প্রস্রাবের রং স্বাভাবিকের তুলনায় বেশি হলুদ বা গাঢ় বা কখনও হালকা বাদামি রংয়ের হয় এবং সেই প্রস্রাবে তীব্র গন্ধ হয়, তা হলে বুঝতে হবে সেই মহিলা UTI-এ আক্রান্ত।

কারও ইউটিআই হলে তলপেটে ভারী ভাব, হালকা ব্যথা বা চাপ অনুভূত হয়। যখন সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে, সেই সময় ক্লান্তি বোধ হয়।

কখনও কখনও হালকা জ্বরও হতে পারে। যদি দেখেন জ্বরের সঙ্গে ঠান্ডা লাগা বা কাঁপুনি হয়, তা হলে UTI এর লক্ষণ হতে পারে। সেই সংক্রমণ কিডনিতে পৌঁছতে পারে।

এই সমস্যায় পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে পাওয়া। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।