15th June, 2025

নাক দিয়ে আচমকা পড়ছে রক্ত, এটি কোন রোগের লক্ষণ?

TV9 Bangla

Credit -  Getty Images 

অনেকের আচমকা নাক দিয়ে গলগল করে রক্ত পড়ে। সেই সময় ঘাবড়ে না গিয়ে বিষয়টির সঙ্গে ঠিক করে মোকাবিলা করা প্রয়োজন।

নাক দিয়ে আচমকা রক্ত পড়া এক রোগের লক্ষণ। আসলে নাক দিয়ে রক্ত ​​পড়ার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানে এপিস্ট্যাক্সিস বলা হয়।

এটি একটি সাধারণ সমস্যা। যা যে কোনও বয়সেই হতে পারে। নাকের ভিতরের ছোট ছোট রক্তনালী ফেটে গেলে সাধারণত এই ধরনের সমস্যা হয়।

ডক্টর দীপক সুমন এই প্রসঙ্গে জানিয়েছেন যে, যখন রক্তচাপ বেশি থাকে, সেই সময় নাকের সূক্ষ্ম শিরা ফেটে যেতে পারে।

হিমোফিলিয়া ও ভন উইলেব্র্যান্ড রোগ হলে রক্ত জমাট বাঁধে না। যার ফলে নাকে সামান্য আঘাত লাগলেও অতিরিক্ত রক্তপাত হতে পারে।

লিউকোমিয়া রক্তের ক্যানসার। এতে শরীরের রক্তকণিকা অস্বাভাবিকভাবে তৈরি হয়। এর ফলে প্লেটলেটের সংখ্যা কমে যায়। যার ফলে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

অনেক সময় নাকের ভিতরে কোনও টিউমার হলে শিরার উপর চাপ পড়তে পারে। তার ফলে রক্তপাত হতে পারে। এ ছাড়া দীর্ঘদিন ধরে সাইনাসের সমস্যা, শ্বাসকষ্ট হলেও নাক দিয়ে রক্তপাত হতে পারে।

লিভার প্লেটলেট তৈরি ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লিভার যখন খারাপ হয়, সেই সময় শরীর থেকে সহজেই রক্তপাত শুরু হয়। ওই অবস্থায় নাক দিয়ে রক্তপাত হতে পারে।