6th January, 2025
শরীরে HMPV ঢুকলে ক'দিন বাদে টের পাবেন?
Credit - Pixabay
TV9 Bangla
নয়া ভাইরাস আতঙ্ক। ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস। চিনে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
আশঙ্কার মাঝেই ভারতেও এই সংক্রমণের খোঁজ মিলেছে। বেঙ্গালুরুতে আট মাসের এক শিশু এইএমপিভি-তে আক্রান্ত হয়েছে বলেই খবর। এই ভাইরাস কীভাবে ছড়ায়?
করোনার মতোই হিউম্যান মেটানিউমোভাইরাসও ফুসফুসে আক্রমণ করে। হাঁচি-কাশি এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে রোগ ছড়ায়।
সাধারণত সংক্রমণের চার থেকে পাঁচ দিন পর রোগীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। জ্বর, সর্দি-কাশি,গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।
মূলত উপরের অংশে সংক্রমণ হলেও, অনেক সময় ফুসফুসের নীচের অংশেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তখন নিউমোনিয়া, অ্যাজমা হতে পারে।
যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পুলমোনারি ডিজিজ বা সিওপিডি (COPD) রয়েছে, তারা সংক্রামিত হলে মারাত্মক আকার নিতে পারে।
এই ভাইরাসের কোনও চিকিৎসা নেই বা টিকাও নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, সংক্রমণ এড়াতে কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া উচিত।
মাস্ক পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । এছাড়া হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে বলা হয়েছে।
আরও পড়ুন