10  March, 2024

কতক্ষণ সঙ্গমে তৃপ্তি পান মহিলারা?

credit: Pinterest

TV9 Bangla

অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা রয়েছে, যে শুধু পুরুষরাই দীর্ঘক্ষণ সঙ্গম পছন্দ করেন। তবে এই ধারণা নিয়ে থাকার কোনও মানেই নেই।

গবেষণা বলছে, মহিলা মহলে দীর্ঘক্ষণ সঙ্গমের চাহিদা তুঙ্গে। জেনে নিন কতক্ষণ সঙ্গমে পরিপূর্ণ তৃপ্তি পান নারীরা।

ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত এক গবেষণা পত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কী রয়েছে এই তথ্যে?

সেখানে বলা হয়েছে সর্বোত্তম যৌন মিলনের সময়-ব্যপ্তি ৭ থেকে ১৩  মিনিট পর্যন্ত হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ এই বিষয়ে বিশেষ কিছু তথ্য দিয়েছেন।

সঠিক যৌনমিলন ৭-১৩ মিনিটের  ভিতর হয়। বিশেষজ্ঞরা বলেছেন ৩ মিনিটের যৌনমিলন হল পর্যাপ্ত সময়। এই গবেষণা আরও জানিয়েছে, পেনিট্রেটিব যৌনতার ক্ষেত্রে আদর্শ সময় এটাই।

একজন আমেরিকান এবং কানাডিয়ান যুগলদের মধ্যে একটা সমীক্ষা করা হয়েছে। তাঁদের সবার উত্তর ছিল ৭-১৩ মিনিটের যৌনমিলনে তৃপ্তি পাওয়া সম্ভব।

এই গবেষণায় আরও দাবী করা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ যেমন, ভারত, বাংলাদেশ, মায়ানমার এসব জায়গার মহিলাদের ক্ষেত্রে সঠিক যৌনমিলনে সময়টা ভিন্ন।

এ সব দেশের মানুষের যৌনমিলনের গড় ৪ মিনিট। অর্থাৎ ভারতীয় মহিলারা ৪ মিনিট সঙ্গমেই তৃপ্তি পান। যদিও এটা গড় হিসেব।